ভিডিও: চাপে পরে রামের নাম ফারুকের মুখে পড়ুন চাঞ্চলকর তথ্যটি..


সুপ্রভাত ডিজিটাল: এবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা রাম এর নাম করলেন।তিনি বলেন আমি মুসলিম কিন্তু কেন জানি রামের প্রতি একটা অদ্ভূত আবেগ রয়েছে আমার। গতকাল এক জীমিডিয়া মঞ্চে দাড়িয়ে তিনি এই কথা বলেন এবং একটি গানও করেন মেরা রাম... জিস গলি গয়ে মেরা রাম, জিস গলি গয়ে মেরা রাম, মেরা আঙ্গন, সুনা-সুনাস জিস গলি গয়ে মেরা রাম, মেরা শ্যাম, জিস গলি গয়ে মেরা রাম, সখী-সখী ধুন্ডে কহাঁ গয়ে মেরা রাম।



এমন ভোল বদলে আসল কারণটি কি? এর মধ্যেও কি কিছু রাজনীতি লুকিয়ে আছে, ঠিক তাই এমনটাই বিজেপি তরফ থেকে জানা যায় সামনে ভোট তাই আজ সবার রাম এর নাম নিতে হচ্ছে। যে সব সময় দেশ বিরোধী কথা বলে তার এমন রাম রাম করার কারণ কি? ফারুক বলেন হিন্দুরা আমাকে মুসলিম ভাবে। মুসলমানরা ভাবেন হিন্দু। কাশ্মীর সমস্যার সমাধান কবে হবে জানিনা তাই ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছি।


দেখুন ভিডিওটি:

             


*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******



Comments

Popular posts from this blog

গান্ধী- নেহেরু জুটি নিজেরদের স্বার্থে লুকিয়েছে নেতাজিকে জুড়ে থাকা রহস্য! এবার খোলা হোক নেতাজির অন্তর্ধানের ৭৭ টি ফাইল।

PMRF স্কিমে মেধাবীদের মিলবে এবার ৮০,০০০ টাকা, দেখুন কি করে তা পাবেন..

Big Breaking - নতুন সার্ভে অনুযায়ী লোকসভা ভোট হলে ইনি জিতবেন , সামনে এল অবাক করা ফলাফল !