ঐতিহাসিক সিধান্ত তিন তালাক নিয়ে এক নতুন আইন,যা বিরোধীদের চিন্তার কারণ।জানুন কি বলছে আইন..

সংসদে পেশ হল ঐতিহাসিক তিন  তালাক বিরোধী বিল।তাত্ক্ষণিত তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা নিয়ে আরও এক ধাপ এগল মোদী সরকার। মুসলমান মহিলাদের অধিকার সুরক্ষিত করতেই এই বিলকে ধরে আইন তৈরি করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকী সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।বৃহস্পতিবার সংসদে পাশ হল তিন তালাক বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ম্যারেজ নামক বিলটি পেশ করেন। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এই বিল মহিলাদের জন্য, ধর্মের জন্য নয়।

Comments

Popular posts from this blog

গান্ধী- নেহেরু জুটি নিজেরদের স্বার্থে লুকিয়েছে নেতাজিকে জুড়ে থাকা রহস্য! এবার খোলা হোক নেতাজির অন্তর্ধানের ৭৭ টি ফাইল।

PMRF স্কিমে মেধাবীদের মিলবে এবার ৮০,০০০ টাকা, দেখুন কি করে তা পাবেন..

Big Breaking - নতুন সার্ভে অনুযায়ী লোকসভা ভোট হলে ইনি জিতবেন , সামনে এল অবাক করা ফলাফল !